সর্বশেষ সংবাদ রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ
Large Add

জিডিপির প্রবৃদ্ধিতে বিস্ময়ঃ ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

চলতি ২০২০ সাল শেষে মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এ পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এমন পূর্বাভাসে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে ভারতীয় গণমাধ্যম। শুধু তাই নয়, ভারতের অন্যতম বড় রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও এক টুইট বার্তায় বাংলাদেশের এই অগ্রযাত্রার সুনাম করেছেন। আর ভারতকে করেছেন কটাক্ষ। করোনা মহামারীতে যেখানে সারাবিশ্বের অর্থনীতি নেতিবাচক প্রবৃদ্ধিতে চলে গেছে সেখানে বাংলাদেশ উচ্চ মাত্রার প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে। কলকাতা থেকে প্রকাশিত ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে। “পড়ছে ভারত! মাথাপিছু উৎপাদনে ‘অচ্ছে দিন’ যাচ্ছে বাংলাদেশে” শীর্ষক প্রথম পাতায় প্রকাশিত হয়েছে আনন্দবাজারের এ সংক্রান্ত প্রতিবেদন। অর্থাৎ ভারতের অর্থনীতি পড়ে যাচ্ছে আর বাংলাদেশের অর্থনীতির মাথাপিছু উৎপাদনের দিন যাচ্ছে দারুণ। প্রায় একই রকম শিরোনামে করেছে বাংলা দৈনিক এখন “সময়” ও “এই সময়”। আরেক বাংলা দৈনিক “বর্তমান” তাদের প্রথম পাতায় লিখেছে “আর্থিক বৃদ্ধিতে ভারতকে পিছনে ফেলবে বাংলাদেশ, ভারতের জন্য অশনিসংকেত আইএমএফের”। পত্রিকাটি বলেছে, ভারতের অর্থনীতির জন্য অনেক খারাপ খবরই শুনিয়েছে আইএমএফ। একই সঙ্গে বাংলাদেশকে দিয়েছে সুখবর। এ ছাড়া প্রায় একই ধরনের সংবাদ পরিবেশ করেছে ভারতের জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়া এনডিটিভিও। চ্যানেলটি তাদের অনলাইন সংস্করণেও গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অর্থনীতি ও উচ্চ ধারার উৎপাদনমুখী জিডিপির প্রশংসা করা হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের সমালোচনাও করেছে ভারতীয় পত্রিকাগুলো। আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনার ধাক্কায় টলমল অর্থনীতি। কিন্তু যা আশঙ্কা করা হচ্ছে তার থেকেও খারাপ হতে পারে ভারতের পরিস্থিতি। চলতি বছরে এ দেশের মাথাপিছু জাতীয় উৎপাদন (জিডিপি) বাংলাদেশেরও নিচে চলে যেতে পারে। এমনটাই মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমনকি জিডিপির হার ১০ দশমিক ৩ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমএফ-এর সাম্প্রতিক রিপোর্টে অশনিসংকেত দেখছেন অর্থনীতিবিদরা।

পত্রিকাগুলোর অনলাইন ও প্রিন্ট ভার্সন ঘেটে দেখা গেছে, দ্য হিন্দ, টাইমস অব ইন্ডিয়া, দৈনিক আজকাল, কলকাতা থেকে প্রকাশিত এবেলা, সংবাদ প্রতিদিন, দ্য এশিয়ান এইজ, দ্য টেলিগ্রাফ এই খরবটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: