চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি ভবনে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান মন্ডল, সিনিয়র সহকারি প্রকৌশলী মোঃ আহারাম আলী, সহকারি প্রকৌশলী সোহেল রানাসহ অন্যরা।
পরে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া আঞ্চলিক সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, জেলায় জিওবি’র আওতায় ১৬৩জন মহিলা এলসিএস ও সুপারভাইজার এবং আরইআরএমপি-৩ এর আওতায় ৪৫০জন মাসব্যাপি সড়ক সংস্কার কাজ করবেন।
অপরদিকে আমাদের ভোলাহাট প্রতিনিধি জানান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার শ্লোগানে ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাজল নামক রাস্তায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালিত হয়েছে। ভোলাহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) আয়োজিত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালনে একটি র্যালী করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলি সাজিদুল ইসলাম জানান, সড়ককে টিকসই করে রাস্তার দু’ধার ভেঙ্গে যাওয়া গর্ত রক্ষণাবেক্ষণ চলে সারা বছর। তবে বৃষ্টির কারণে অক্টোবর মাসে রক্ষণাবেক্ষণের কাজ চলবে পুর দমে। আর এ জন্য এ মাসটিকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে পালন করা হচ্ছে। এ সব কাজের সাথে যে সব নারীকর্মী রয়েছেন তারা সংশ্লিষ্ট এলাকার অসহায় দরিদ্র নারী। এ সময় র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভোলাহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, আকবর আলী, হিসাব সহকারী মোখলেসুর রহমান কমিউনিটি অর্গানাইজার আনোয়ার হোসেন, কার্যসহকারী নুরল হোদা ও আজাহার আলীসহ এলপিএস নারীকর্মীরা।