
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আগামী এক বছরের জন্য সদর উপজেলার নতুন কমিটি ঘোষণা করেছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন।
অনুমোদিত কমিটির সভাপতি আব্দুল আওয়াল তুষার ও সাধারণ সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছ।অপরদিকে ফয়সাল কে সভাপতি এবং সোহান কে সাারন সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন এ প্রতিবেদককে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জেলা ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে করোনা পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায়, গরীব ও কর্মহীন মানুষদের খাদ্যসহ বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করেছি।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতির জন্য কমিটি দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাকী কমিটিগুলোও একে একে হয়ে যাবে। অনুমোদিত নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন, আরিফুর রেজা ইমন ও ডা. সাইফ জামান আনন্দ।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।এতে -সভাপতি ফয়সাল, সম্পাদক সোহান
চাঁপাইনবাবগঞ্জ : কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আগামী এক বছরের জন্য পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন।
অনুমোদিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহান।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন এ প্রতিবেদককে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জেলা ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে করোনা পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায়, গরীব ও কর্মহীন মানুষদের খাদ্যসহ বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করেছি।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতির জন্য কমিটি দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাকী কমিটিগুলোও একে একে হয়ে যাবে। অনুমোদিত নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন, আরিফুর রেজা ইমন ও ডা. সাইফ জামান আনন্দ।