চাঁপাইনবাবগঞ্জ/ নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন পালিত হয়েছে।
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মো. মঞ্জুরুল হাফিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদাণ করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী অমিত কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার, জেলা শিক্ষা অফিসার মো. সাইফুল মালেক, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক জাফরুল হক, ব্র্যাকের জেলা সম্বন্বয়কারী মোমেনা খাতুন, প্রশিকার প্রতিনিধি নূরুল হুদা সরকার, জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডা. আব্দুস সালাম, তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব জন প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন এনজিওর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অপরদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানান,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্প্রতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সঠিক নিয়মে হাত ধোয়া পদ্ধতি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ। পরে উপজেলা পরিষদ হল রুমে “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যের ওপর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। াবশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা,নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, গুঠল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিয়ারা খাতুন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান,একাডেমিক সুপারভাইজার ওলিউল্লাহ প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।