নিজস্ব
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারতের উদয়পুর রাজস্থানে অনুষ্ঠিত
আন্তর্জাতিক ই-কাতা চ্যাম্পিয়ানশীপ’২০ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২টি
সোনা, ৪টি রুপা, ৪টি তামা ও ১জন শ্রেষ্ঠ খেলোয়ারের মর্যাদা পেয়েছে
চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের প্রতিযোগিরা।
১০টি
পদক প্রাপ্ত প্রতিযোগি ও শ্রেষ্ঠ খেলোয়াড়কে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেয়া
হয়। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ
পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।
এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের সভাপতি ও সাবেক কাউন্সিলর
মো. শহীদ হোসেন রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, গ্রামীণ
ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস
ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।