সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  সীমান্তে কান্নাকাটির মেলার অনুমতি দেয়নি বিএসএফ পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির উদ্বোধন
Large Add

চাঁপাইনবাবগঞ্জে ২ সপ্তাহব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ করোনা প্রভাবে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে স্বাস্ব্যবিধি মেনে জেলার বিভিন্নস্থানে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। করোনা সতর্কতায় এবছর ২ সপ্তাহব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এর মধ্যে সপ্তাহে ৪দিন করে মোট ৮দিন এই কর্মসুচী চালানো হবে বলে গত ১ অক্টোর জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময়কালে জানানো হয়। সিভিল সার্জন জানান, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২য় রাউন্ডে জেলার ১ লক্ষ ৯৫ হাজার ৯’শ ৯১ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৪’শ ৩৫জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় মোট ১২৫৯টি সেন্টারে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে ২ হাজার ৪’শ ২জন স্বেচ্ছাসেবক। সিভিল সার্জন অফিস সুত্র জানায়, ১২-৫৯ মাস বয়সী সদর উপজেলায় ৫৩ হাজার ৩’শ ২৭, শিবগঞ্জে ৬৬ হাজার ৪’শ ৫০, গোমস্তাপুরে ৩০ হাজার ৭’শ ৪২, নাচোলে ১৬ হাজার ৯’শ ৯১, ভোলাহাটে ১১ হাজার ৫’শ জন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৬ হাজার ৯’শ ৮১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ৬-১১ মাস বয়সী সদর উপজেলায় ৫ হাজার ৯’শ ৬৮, শিবগঞ্জে ৮ হাজার ৮০৫, গোমস্তাপুরে ৪হাজার ৮৮, নাচোলে ২ হাজার ৩’শ ৫৩, ভোলাহাটে ১ হাজার ৪’শ ৫০জন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২ হাজার ৭’শ ৭১ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২য় রাউন্ড সফলভাবে সম্পন্ন করতে জেলার সংবাদকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: