নিজস্ব প্রতিবেদক:
আবারো শুরু হচ্ছে সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরে টিসিবি’র পণ্য বিক্রি।
আগামীকাল(২৮ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকা থেকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে টিসিবির ট্রাকসেল পণ্য বিক্রি হবে।এবারও একজন একটি নিদ্র্দিষ্ট পরিমান পণ্য কিনতে পারবেন।
মূল্যতালিকাঃ
চিনি- ৫০ টাকা প্রতি কেজি।
ডাল- ৫০ টাকা প্রতি কেজি।
তেল- ৮০ টাকা প্রতি কেজি।
পেঁয়াজ- ৩০ টাকা প্রতি কেজি।
একজন সর্বোচ্চ,
৫ লিটার তেল,
২ কেজি চিনি,
২ কেজি ডাল ও
১ কেজি পেঁয়াজ নিতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জে সোমবার থেকে আবারো টিসিবি’র পণ্য বিক্রি: জেনে নিন কোথায় কি পরিমান পাবেন
