বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অর্থের চেক চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সিরাজুম মুনির আফতাবি, সংগ্রামী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনিরা খাতুন, রানিহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
পরে, প্রধান অতিথি ৩০টি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিকট ৯ লক্ষ টাকার চেক প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ
