চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মাদক নিয়ন্ত্রণের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাচ্চু ডাক্তার স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনকালে ১০জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ২৪ অক্টোবর শনিবার সকালে এদের আটক করা হয়। আটক ১০ মাদকসেবী হচ্ছে, আরামবাগের , মোঃ সোহেল (৩৫), চাঁদলাই পেকড়তলার মোঃ এসলাম (৪২), বারঘরিয়ার বিশ্ন চৌধুরী (৩০), বারঘরিয়া মন্ডল পাড়ার সনজিদ মন্ডল (৩০), কেলে চাঁদপুরের মোঃ বাবু (২৬), বারঘরিয়া চামাগ্রামের মোঃ সবুজ মিয়া (২৫), তিলক চাঁদপুরের মোঃ আব্দুল মালেক (৩৫), মহারাজপুর শেখ পাড়ার মোঃ আঃ ছালাম (৪০), আলীনগর ভূতপুকুরের মোঃ রবিউল হাসান (২৪) ও নয়লাডাঙ্গার পুদু হাওলাদার। এসময় গাঁজা, হেরোইন ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র্যাবের এক প্রেসনোটে বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।