চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল পরিমান মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের হেলিপ্যাড এলাকা থেকে হেরোইনসহ আটক করা হয় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার কাঞ্চন মিয়ার ছেলে মো. রবিজুল ইসলাম (৫০) কে। বুধবার বিকেলে র্যাব-৫ রাজশাহী’র সহকারী পরিচালকের পাঠানো এক প্রেসনাটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীতে রামনগর গ্রামের হেলিপ্যাড এলাকায় অভিযান পরিচালনা করে ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রবিজুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও সীমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিজুল দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ১
