র্যাব-৫ রাজশাহী, সিসিপি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী পৃথক অভিযানে ৯ হাজার ৮’শ পিস ইয়াবা ও ২’শ বোতল ফেনসিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার বেলা ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকা হতে ৯ হাজার ৮’শ পিস ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক শীর্ষ মাদক ব্যবসায়ী শাহবাজপুর ইউনিয়নের সাইদুল হকের ছেলে সামির হোসেন ওরফে কালু (১৯)। এসময় একটি মোবাইলফোন, দুটি সীম ও একটি মেমোরি কার্ড শব্দ করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে শীর্ষ মাদক ব্যবসায়ী কালু। এব্যাপারে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পৃথক অভিযানে ২’শ বোতল ফেনসিডিলসহ শিবগঞ্জ উপজেলার হামিদনগর এলাকা হতে শীর্ষ মাদক মো. মিজানুর রহমানকে আটক করে র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২
