চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে মোড় উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এর কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান।
এই উপলক্ষে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ(শিবগঞ্জ)-১ আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মইনুদ্দিন মন্ডল, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ জাকিউল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, অগ্নিস্বাক্ষর বইটিতে জেলার ১২’শ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষর রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষর’ এর মোড়ক উন্মোচন
