শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার জাল আটকের পর তা ধ্বংস করা হয়।
বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীর বোগলাউড়ি, মনোহরপুর এবং দশরশিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে কোন ইলিশ মাছ না পাওয়া গেলেও জব্দকৃত ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল বোগলাউড়ি ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয় । যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব- আল- রাব্বি। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, সোনামসজিদ স্থল বন্দর ফিসারিজ কোয়ারেণ্টাইন অফিসার মো: হাফিজুর রহমান সহ মৎস অফিসের অন্যান্য কর্মচারীগণ।
এর আগে দূর্লভপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’এর চাউল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার জাল ধ্বংস
