চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
” মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন মিলনায়তনে ১ নভেম্বর রবিবার সকাল ১০ টা এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুঃ জাবেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উক্ত আলোচনা সভা,পুরস্কার ও চেক বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ সফল যুব সংগঠকে সম্মাননা প্রদান ও আত্মকর্ম সংস্থানের জন্য ৮ জনকে ৫ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয় এবং শেষ সাংস্কৃতি অনুষ্ঠান গম্ভীরার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।
উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষণার্থী মোঃ হাসান আলী ও সম্মি খানম