এ. সোহাগ,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল ও জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৩
অক্টোবর শনিবার বিকাল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে জেলা
পুলিশ ফুটবল একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল
ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চাঁপাইনবাবগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ জেড
এম নুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ
সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ
জাকিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবল হোসাইন,অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁও জেলা যুবলীগের সভাপতি সামিউল হক
লিটন,জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও
জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী জেলা
প্রশাসকে সংবর্ধনা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।আরো
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার
সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান। অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান।প্রীতি
ফুটবল ম্যাচে জেলা ক্রীড়া সংস্থা একাদশ ৫–০ গোলে জেলা পুলিশ একাদশ কে
পরাজিত করে।বিজয়ী দলের আহাদ,মালেক দুটি করে এবং ওমর একটি গোল করে।