চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের কানসাট শিবনারায়নপুর গ্রামে পানিবন্দি হয়ে কয়েক শত পরিবার চরম দুর্ভোগে জীবন যাপন করে আসছে পুরো বর্ষা মৌসুম ধরে। পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন থাকলেও একই গ্রামের ইসমাইল হোসেন নালার মুখ বন্ধ করে দেওয়ার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গ্রামবাসির কষ্টের শেষ নেই।
সরেজমিনে গিয়ে জানা গেছে, শিবনারায়নপুর গ্রামের ইসমাইল হোসেন জমে বদ্ধ পানি নিস্কাশনের জন্য যে অস্থায়ী ড্রেন ছিল সেটি বন্ধ করে দিয়েছে। যার কারনে পানি নিস্কাশন হতে না পেরে গ্রামবাসির অনেকের বাড়ি-ঘরের ভিতর পানি ডুকে পড়েছে। চুলার মধ্যে পানি ঢুকে যাওয়ার কারনে ঠিকমতো রান্না করতে না পেরে খাওয়া দাওয়াতেই অনেক সমস্যাতে পড়তে হচ্ছে। চলাফেরায় তো কষ্টের শেষ থাকেনা।
এলাকাবাসি সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সুদৃষ্টি কামনা করে বলেন, আমাদের গ্রামের ভিতর জমে থাকা পানি নিস্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেণ চায়, দিতে হবে। যাতে সামান্য বৃষ্টির পানিতেও যেন জলাবদ্ধতার সৃষ্টি করতে না পারে। মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে।
চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি কয়েক’ শ পরিবারঃ জন দুর্ভোগ চরমে
