চাঁপাইনবাবগঞ্জঃ
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে র্র্যালি শুরু হয়ে নবাবগঞ্জ ক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত র্র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ মোঃ মিজানুর রহমান কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী।বাংলাদেশ পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দোলা, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইংরেজী প্রভাষক নওসাবাহ নেহা, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, জেলা পরিষদ সদস্য শান্তনা হক, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন , সাংবাদিক ডাবলু কুমার ঘোষ প্রমুখ।উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।