নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে পৌর এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৌরসভার আয়োজনে এ এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।
পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। আগামী অক্টোবর মাস থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সভায় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর এলাকার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কপোত নবী
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা
