চাঁপাইনবাবগঞ্জঃ
“মুজিববর্ষের শপথ সড়ক করবো নিরাপদ”জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,প্রকৌশলী, মোঃ আনোয়ারুল কিবরিয়া,সহকারি পরিচালক (ইন্জিঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিপিএম পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব রহমান খান,মোঃ গোলাম সারোয়ার, টিআই-১, প্রফেসর: শঙ্কর কুমার কুন্ডু,অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজ,মোসাঃ সানজিদা আফরিন ঝিনুক,নির্বাহী প্রকৌশলী (সওজ) নবাবগঞ্জ, মোঃশফিকুল আলম (নিসচা) চাঁপাইনবাবগঞ্জ, এফ কে এম লুৎফর রহমান ফিরোজ, (সভাপতি) বাস মালিক সমিতি চাঁপাইনবাবগঞ্জ,আব্দুস সামাদ বকুল,সভাপতি ট্রাক মালিক গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ, মোঃবজলার রহমান, সাধারণ সম্পাদক ট্রাক মালিক গ্রুপ, মোঃ সাইদুর রহমান,শ্রমিক ইউনিয়ন সভাপতি চাঁপাইনবাবগঞ্জ সহ মেয়র প্রতিনিধি ও কাউন্সিলর,মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ সড়ক, যানজট মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ নিয়ে আলোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সভা
