জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ :
অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন চাইল্ড ডেভেলপমেন্ট ওর্গানাইজেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মেসবাহুল হক রনি ও সাধারণ সম্পাদক হিসেবে মো. শামসুজ্জামানের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মোসা. রিপা রেজা ও মোসা. লিসা খাতুনকে সহ-সম্পাদক করা হয়েছে। ফয়সাল আলীকে সাংগাঠনিক সম্পাদক, সামিরা খাতুনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মাহফুজা খাতুনকে অর্থ সম্পাদক এবং আলিফ নুর ও মোজাম্মেল হককে সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ৯ সদস্যের কমিটিতে। বুধবার সকালে জেলা শহরের পিটিআই মোড়স্থ কার্যালয়ে কমিটি গঠন করা হয়। চাইল্ড ডেভেলপমেন্ট ওর্গানাইজেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় প্রধান নির্বাহী পরিচালক এম.এ.এইচ তুহিন। জেলা শাখার সভাপতি মেসবাহুল হক রনির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি অ্যাড. মোছা. আঞ্জুয়ারা পারভিন রত্না। এছাড়াও আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় কমিটির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
চাইল্ড ডেভেলপমেন্ট ওর্গানাইজেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কমিটি আগামী দিনে দেশের স্বার্থে ও জনসাধারণের কল্যাণে কাজ করবে বলে জানান সংগঠনটির সহ-সভাপতি রিপা রেজা। তিনি আরো জানান, অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন হিসেবে মানবতার কল্যানে ও মানবিক সমাজ গঠনে কাজ করবে চাইল্ড ডেভেলপমেন্ট ওর্গানাইজেশন।