নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ১ জন। এনিয়ে জেলায় মোট মৃত্যু ১৩ জনের।
মৃত ব্যক্তি আবু বকর সিদ্দিক (৭০)।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসতপালে চিকিৎসাধীন অবস্থায় তিিনি মৃত্যুবরণ করেছেন। ভোররাত চারটার দিকে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নং ওয়ারের্ডর মহাডাঙ্গা মহল্লার মৃত করিম মোল্লার ছেলে। করোনা ওয়ার্ড সমন্বয়কারী সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ ইসলাম মুন জানান, গত ১৭ আগস্ট আবু বকর নমূনা দেন। ২১ আগস্ট তার ফলাফল পজিটিভ আসে। ২২ আগস্ট তিনি করোনা ওয়ার্ডে ভর্তি হন।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আবু বকর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ নারীসহ ১৩ জন মৃত্যুবরণ করলেন।