নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের টংপাড়ায় আদিবাসীদের হামলার ঘটনায় অবস্থান কর্মসূচী
চাঁপাইনবাবগঞ্জের টংপাড়ায় আদিবাসীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে আদিবাসিীরা।
আজ শনিবার বেলা ১১টায় আদিবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়াড়, কল্পনা রাজোয়াড়, সুফলা রাজোয়াড় প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, শতবছর ধরে জেলার নাচোল উপজেলার টংপাড়ায় খাস জমিতে বসবাস করে আসছে রাজোয়াড় সম্প্রদায়ের আদিবাসীরা।
কিন্তু জালিয়াত চক্রের ইন্ধনে আবু রাসেল,খালেক গং সেখান থেকে তাদের উচ্ছেদে দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র, হামলা, মামলা, নির্যাতন, শ্লীলতাহানি এবং পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছে। সমাবেশে অংশগ্রহণ কারীদের অারও অভিযোগ এসব ঘটনা থানা পুলিশকে অবিগত করা হলে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বক্তারা অনতিবিলম্বে জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।