চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলার ২টি ইউনিয়নে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।
জেলার সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সেরাজুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে ৪শ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।তার প্রাপ্ত ভোট ২৪৬২।
বিএনপি সমর্থিত স্ততন্ত্র প্রার্থী জোহরুল হক বুলু বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি । তিনি পেয়েছেন ২০৬২ ভোট। ্এ ইউনিয়নে অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আব্দুল লতিফ মেম্বার প্রতিদ্বন্দীতা করেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ হাজার ৮ শ ৮৮।
অপর দিকে নাচোলের ফতেপুর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদির আহম্মেদ ভুলু বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮ হাজার ৯৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে খাইরুল ইসলাম ২১০ ভোটে পরাজিত হন। তার প্রাপ্ত ভোট ৮ হাজার ৭২৩
এ ইউনিয়নে ২৮ হাজার ৮’শ ১৮ জন ভোটার রয়েছেন।
প্রসঙ্গত, অনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল হক মৃত্যুবরণ করায় পদ দু’টি শুন্য হওয়ায় এ দু’টি ইউনিয়নে মঙ্গলবার( ২০ অক্টোবর) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।