সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

চাঁপাইনবাবগঞ্জের আড়ৎগুলোতে ভারতীয় পেঁয়াজের স্থলে দেশি পেয়াঁজ

প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের আড়ৎগুলোতে ভারতীয় পেঁয়াজের স্থলে দেশি পেয়াঁজে ভরে গেছে।আর এ কারনে পেঁয়াজের দাম আর এক দফা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।এদিকে ভারত থেকে ১৪ সেপ্টেম্বরের আগে অর্ডারকৃত সবগুলো পেঁয়াজ ভারত না দেয়ার এ সংকটের সৃষ্টি বলে স্থানীয়রা মনে করেন। এর আগে ভারত রপ্তানী নিষেদ্ধাঞ্জার আগের অর্ডারের সব পেঁয়াজ দেয়ার প্রতিশ্রুতি দিলেও মাত্র ৮ টি ট্রাকে ২শ ১৩ মে:টন পেঁয়াজ দেয় এবং বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা বাকী পেঁয়াজ তারা ফিরিয়ে নেয়। এতে করে সোনামসজিদ বন্দর ব্যবহারকারী আমদানীকারকরা তাদের টাকা আটকে যাওয়ায় বিপাকে পড়েছেন। এমনকি ভারতীয় রপ্তানীকারকরা যোগাযোগ বন্ধ করে দেয়ায় এ নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা।
এ ব্যাপারে মের্সাস খাদিজা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আজিজুল ইসলাম জানান,তার ১০ ট্রাক পেঁয়াজ ভারতে আটকে থেকে অধিকাংশই পচেঁ যাওয়ায় ভারতীয় এক্সপোর্টার ফিরিয়ে নিয়ে গেছে।কিন্তু এখন পর্যন্ত তারা কোন যোগাযোগ না রাখায় তার মোটা অংকের টাকা আটকে গেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আড়ৎগুলো ভারতীয় পেয়াঁজ শূণ্য হবার পর সেস্থান দখল করেছে দেশিয় পেয়াঁজে। জেলার বিভিন্ন পাইকারগণ পাবনা থেকে পেঁয়াজ এনে স্থানীয় চাহিদা মেটাচ্ছেন।এতে করে পেঁয়াজের দামও বাজারে বেড়ে গেছে। পাবনায় ৭৫ টাকা কেজি দরে কিনে পরিবহন সহ অন্যান্য খরচ মিলে ৮০ টাকায় বিক্রি করছেন বলে জানিয়েছে জেলার বিভিন্ন পাইকার গণ।আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: