কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডে চাঁদলাই যুব সংঘ আয়োজিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. অহিদুজ্জামান অহিদ।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান মোহা. আকবর আলী, মো. আব্দুল বারী, মোহা. দুলাল, মোহা. শারীফ, সোহেল, সওদাগর, ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি অহিদুজ্জামান অহিদ বলেন, আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের পাশে থেকে ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।