গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কারিতাশ রাজশাহী অঞ্চলের ওয়াশ প্রকল্পের আওতায় রাধানগর খানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাত ধোয়া, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ফেস্টুন প্রদর্শন,মাক্স ও সবজির চারা বিতরণ এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
রাধানগর খানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিমুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধনগর উচ্চ বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, ইউপি সদস্য অাশরাফুল ইসলাম ও আক্তারুল ইসলাম,কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এস এম গোলাম রসুল।
আলোচনা শেষে গম্ভীরা গান পরিবেশন করা হয়
গোমস্তাপুরে স্যানিটেশন মাস উপলক্ষে হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
