গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন- সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে ৬০ জনের মাঝে ১৩ লক্ষ ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম, ফিল্ড অফিসার সফিকুল ইসলাম, ইউনিয়ন ফিল্ড অফিসার ও কারিগরি প্রশিক্ষক শাহনাজ পারভীন, আখের আলী প্রমুখ।
গোমস্তাপুরে সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
