গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণে লক্ষ্যে উদ্যোক্তা অন্বেষণ বিষয়ক চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে গোমস্তাপুর বালুগ্রাম দাখির মাদ্রাসায় এ চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএসডিবি’র পরিচালক (সম্প্রসারণ) উপসচিব এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএসডিবি’র প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। একইদিন চৌডালা,আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নে এ চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুরে রেশম চাষ সম্প্রসারণে লক্ষ্যে চাষী সমাবেশ
