গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ গোমস্তাপুরে বজ্রপাতে হতাহত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের এর কার্যালয় এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত অনুদান তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন. উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাবিবুর রহমান।.উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান. রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ প্রমুখ। উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার রাধা নগর ইউনিয়নের বেগপুর বিলে মাছ ধরার সময় বজ্রপাতে হলে একজন নিহত ও পাঁচজন আহত হয়। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহত ৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
গোমস্তাপুরে বজ্রপাতে হতাহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান
