গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জেলে হতাহত হয়েছে। এদের মধ্যে পারভেজ (২৫) নামে একজন যুবক ঘটনাস্থলে মারা যায়। এছাড়া আহত ৫ জন হচ্ছে, করিম (২৮), নাজির (২০), রাসেল (১৪),
জিলহাজ্জ্ব (১২) ও সুমন (২১)। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রাম সংলগ্ন বড় বিল নামক স্থানে নৌকায় মাছ ধরার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।আহত ও স্হানীয় জানায়,গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রাম সংলগ্ন বড় বিলে নৌকায় চড়ে একদল জেলে মাছ ধরছিল। ওই সময় প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হলে বেগপুর গ্রামের নওশদ আলীর ছেলে পারভেজ(২৫) ঘটনাস্থলে মারা যায় । এ সময় নৌকায় থাকা একই গ্রামের গোলাম রাব্বানীর ছেলে করিম(২৮), আব্দুল মান্নানের ছেলে নাজির (২০),রুহুল আমীনের ছেলে রাসেল(১৪),আলমগীরের ছেলে জিলহাজ্জ্ব (১২) ও সাইদুর রহমানের ছেলে সুমন(২১)। তবে আহত আব্দুল করিম রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্য ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
গোমস্তাপুরে বজ্রপাতে হতাহত ৬
