চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদীতে গোসল করতে নেমে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ অাছে অারও এক নারী। রহনপুর ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (2 অক্দুটটোবর) দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার মৃত তৈমুরের মেয়ে ফেরদৌসী(৩৫) নামে এক নারী পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। অপরদিকে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়ারী গ্রামের মিনাজ উদ্দিন স্ত্রী তানিয়া বেগম(১৯) মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রথমে রহনপুর ও পরেরাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ওই নারীর খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।বিষয়টি গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন নিশ্চিত করেন।