গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পত্নী সেলিনা হাফিজ , রহনপুর পৌর মেয়র তারিক আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল,রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:কাউসার আলী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ পারভেজ,জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গতিশীল করতে তিনি যাবতীয় পদক্ষেপ গ্রহন করবেন। এ জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন। সম্ভাবনাময় এ জেলাকে সামনের দিকে এগিয়ে নিতে ঐতিহ্যবাহী স্হান,সোনামসজিদ,ইলামিত্র,ষাড়ব্রুজ সহ আম,কাঁসা-পিতল,নকশী কাঁথা, ইত্যাদি সংরক্ষণে ভূমিকা রাখবেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার ঐতিহ্যবাহী গম্ভীর,আলকাপ ও গীতগান উপভোগ করেন।
গোমস্তাপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের মতবিনিময়
