গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পিড়াসন মহল্লায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ৩ সন্তানের জননীর লাশটি তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল বাসির বাদী হয়ে রাতেই ১১ জনকে আসামী করে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ রহনপুর পৌর এলাকার পিড়াসন মহল্লার আলমের স্ত্রী শাহজাদীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পিতার অভিযোগটি তদন্তাধীন রয়েছে।
গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার; থানায় মামলা
