গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন শারদীয়া দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহফুজা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, যুগ্ন সম্পাদক বলাই চন্দ্র শীল, হল পাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিঠু সরকার প্রমুখ উল্লেখ্য যে এই উপজেলায় ২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা প্রদান করা হবে।