চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজারে স্টুডেন্ট ফাউন্ডেশন অব চৌডালা নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চৌডালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ ইকবাল, স্টুডেন্ট ফাউন্ডেশন অব চৌডালার সভাপতি সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা বদিউজ্জামান সোহেলসহ অন্যরা। পরে সংগঠনের নেতারা চৌডালা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহ আলমের কাছে অসামাজিক কার্যকলাপ বন্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।
গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানব বন্ধন
