সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় জেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্ব্ েসামাজিক দূরত্ব বজায় রেখে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার। উপকারভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, জিল্লার রহমান ও তাহিরুন নেসা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুম মনির আফতাবি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৬৪ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত ১২৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয় ।
ক্যান্সার ও কিডনী রোগীদের মাঝে চেক বিতরণ
