নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রোববার সকালে তারা আওয়ামী লীগে যোগ দেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক, সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।
জাসদ নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান, জেলা পরিষদ সদস্য ও আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, আবুল বাসারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এ সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী জাসদ হতে আওয়ামী লীগে যোগদান করেন।
জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
আওয়ামী লীগে নবযোগদান করা জাসদ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে যোদ দিয়েছি।
তিনি আরও বলেন, দলে নবযোগদানকৃত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং সরকারের সুনাম নষ্ট হয় এমন কর্মকান্ডে যোগ দিলে দল থেকে বাদ দেয়া হবে। সকলে সরকারের উন্নয়নের অংশীদার হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এবার আওয়ামী লীগে যোগ দিলেন জাসদের ৫০ নেতাকর্মী
