চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দেশের ব্যবসা-বাণিজ্যের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এর সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও ‘এরফান গ্রæপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মো. এরফান আলী। শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকাস্থ এফবিসিসিআই ভবনে এই মতবিনিময় হয়। মতবিনিময়কালে দেশের চলমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, ভ্যাট-ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং করণীয় বিষয়ে মতামত দেন ২ ব্যবসা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। এসময় উভয়ের মধ্যে কুশলাদী বিনিময় হয়। মতবিনিমিয় শেষে উভয়েই একে অপরের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।