সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক-১ শিবগঞ্জে স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন  চাঁপাইনবাবগঞ্জে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা কালে পণ্য জব্দ : প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিতরন নাচোলে গণহত্যা দিবস পালিত ভোলাহাটে পুকুরে ট্রাক উল্টে আহত -৫ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
Large Add

আরো যে ৯টি আঞ্চলিক অফিসে পাওয়া যাবে ই-পাসপোর্ট


ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়, আগারগাঁও ঢাকা থেকে জুমের মাধ্যমে নতুন ধাঁপে আরো ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে (আরপিও) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, পিবিজিএমএস,এনডিসি,পিএসসি। মহাপরিচালক তাঁর বক্তব্যে ওই ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী সংশ্লিষ্ট অফিস প্রধানদের স্বাস্থ্যবিধি মেনে দেশের নাগরিকদের যথাযথ পাসপোর্ট সেবা প্রদানের জন্য নির্দেশ দেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান।তারপর পর্যায়ক্রমে ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রধানরা ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) এ,টি,এম আবু আসাদ, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট,ভিসা ও ইমিগ্রেশন) সেলিনা বানু, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ঢাকার পরিচালক মো. আব্দুল্লাহ্ আল মামুন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডর নিয়ন্ত্রন ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (প্রশাসন,প্লানিং এবং বাজেট)কর্ণেল মো.জুলফিকার আলী বিজিবিএম,পিবিজিএমএস,অতিরিক্ত প্রকল্প পরিচালক (টেকনিক্যাল ও হার্ডওয়ার), কর্ণেল মোহাম্মদ নুরুস ছালাম,পিএসসি , কর্ণেল নাজম-উস-সাকিব ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভূঁঞা ,ই-পাসপোর্টের সহকারী প্রকল্প পরিচালক শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ ও উপপরিচালক প্রশাসন ও অর্থ মোঃইসমাইল হোসেন প্রমুখ।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: