নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ২০২১ সালে অনুষ্ঠিতব্য আগমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ
দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম’র আয়োজনে ও নাগরিক
উদ্যোগের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ দলিত ও
বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার
সভাপতি শ্রী ব্রক্ষনাথ ঠাঁকুর, উপদেষ্টা মো. সাজাহান খান, শ্যামকৃষ্ণ দাস,
সদস্য বিশকা রানি রবিদাস, সঞ্চিতা দাসসহ অন্যরা।
মানববন্ধন
ও সমাবেশে উপস্থিত ছিলেন, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি পেশার
জনসাধারণ। মানববন্ধনে বক্তারা নিজেদের দাবি পূরনের জোর দাবি জানান।-