বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অভিজ্ঞ সদস্য সালমা খাতুন ও জাহানারা আলম মেয়েদের আইপিএলে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছেন । সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন এই দুই টাইগ্রেস।
বুধবার (২১ অক্টোবর) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগ বা মেয়েদের আইপিএলের এবারের আসরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি দলপতি সালমা খাতুন খেলবেন সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে। আর জাহানারাকে দেখা যাবে ভেলোসিটির জার্সি গায়ে।
জাহানারা অবশ্য গত আসরেও ভেলোসিটির জার্সি গায়ে খেলেছিলেন। কাজেই এটি তার দ্বিতীয় আইপিএল। গত আসরে ভেলোসিটির মোট দুই ম্যাচ খেলেছিলেন জাহানারা। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও ফাইনালে ঠিকই স্বরুপে উদ্ভাসিত হয়েছিলেন। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। যদিও তার দল জয়ের মুখ দেখেনি।