শিবগঞ্জ প্রতিনিধি ঃ
অবশেষে পদ্মায় নিখোঁজের 7 ঘন্টা পর কৃষক বাদশার লাশ উদ্ধার করেছে ফায়ার সাভিস
শিবগঞ্জে ফায়ার সাভিসের স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জানান, বেলা 2টার দিকে লাশটি তারা উদ্ধার করতে সক্ষম হন।
প্রসঙ্গতঃ শুক্রবার সকাল 7 টার দিকে কৃষক বাদশা পদ্মার চরে ঘাস অানতে যাবার সময় নৌকাডুবিতে অন্যরা কিনারে উঠতে পারলেও কৃষক বাদশা নিখোঁজ হন